সিলেট হরতালের সমর্থনে মাঠে নেই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক

Chhatrodol Leadersসুরমা টাইমস ডেস্কঃ সিলেট বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালের সমর্থনে মাঠে নেই জেলা ও মহানগরের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠন সুত্রে জানা যায় রবিবার বিকালে জিন্দাবাজার থেকে জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে হরতালে সমর্থনে একটি মিছিল বের করা হয় । মিছিলে পুলিশ বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। কিন্তু মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না কে দেখা যায়নি। অপরদিকে মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক এমদাদুল হক স্বপনের নেতৃত্বে কাজলশাহ থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। কিন্তু এই মিছিলেও মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদ ও সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান কে দেখা যায়নি। তবে একটি সুত্রে জানা যায়, দীর্ঘ এক যোগ পর ১৮ সেপ্টেম্বর সিলেট ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীকে কমিটি পূর্ণাঙ্গ করার কথা বলে মাঠ চাঙ্গা রাখার কৌশল অবলম্বন করেন। কিন্তু কমিটি পূর্ণাঙ্গ না করায় কর্মীরা ক্ষোব্ধ বলে একটি সুত্রে জানা যায়। তাছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদের মধ্যে সমাবেশের সভাপতিত্ব নিয়ে বিরোধ চলছে। অপরদিকে জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদের নিজ্বস কর্মী কম থাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার সাথে বিরোধ চলছে। তাই সব মিলিয়ে মাঠে থাকা নিয়ে দ্বিধা দ্বন্দে রয়েছেন জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তবে এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন,দলের সাংগঠনিক কাজের জন্য তারা ঢাকায় গিয়েছিলেন,তবে কাল হরতালে মাঠে থাকবেন বলে তারা জানান।