শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ‘দাঁতভাঙ্গা জবাব’ দিবে ছাত্রলীগ

SUST Chhatroleageসুরমা টাইমস ডেস্কঃ ছাত্রলীগ সম্পর্কে মিথ্যাচার করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষকদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতারা।
মঙ্গলবার শাবি প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ছাত্রলীগ নেতারা।
তারা আরোও বলেন, আমরা শিক্ষকদেরকে আলোচনা করার আহ্বান জানিয়েছি। আমরা চাই দ্রুত এর সমাধান হউক। ছাত্রলীগ সবসময় সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার পক্ষে থাকবে।
প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবালের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহসভাপতি অঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইমরান খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সিনিয়র ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস।
আন্দোলনকারী শিক্ষকরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করেন, ভিসি ছাত্রলীগকে টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। ইতিমধ্যে ৪৬০০০টাকা ছাত্রলীগকে দেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
টাকার নেওয়ার বিষয়টি ছাত্রলীগ নেতারা আন্দোলনকারী শিক্ষকদের মিথ্যাচার দাবি করলেও, ভিসি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কয়েক দিন আগে ছাত্রদের কল্যাণে প্রশাসনের নিয়মের ভিতর থেকেই টাকা দেওয়ার কথা তিনি বলেন।তবে টাকার এমাউন্টের কথা তিনি উল্লেখ করেননি।
এদিকে ভিসির পদত্যাগ দাবিতে সরকার সমর্থিত একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২(ভিসি ভবন) এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন তারা।