যুব সমাজই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে : চৌধুরী সুফিয়ান
সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, কারিগরি শিক্ষা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। একমাত্র যুব সমাজই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যুবকদের সঠিক প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে দেশে আইটি শক্তিকে আরোও গতিশীল করতে হবে। যারা প্রশিক্ষন নিয়েছেন তারা এ শিক্ষাকে কাজে লাগাবেন। পাশাপাশি অন্যদের উৎসাহ দিতে হবে। গতকাল মঙ্গলবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে পরিষদের মিলনায়তনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান সভাপতিত্বে ও জেলা পরিষদের সাটলিপিকার এ.কে.এম. কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সাহাবুল আলম, মোছা: নাছিমা আক্তার, মো. হাছিবুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এস. জেড. এম শফিউল আলম, সহকারী হিসাব রক্ষক দেলওয়ার হোসেন জোয়ারদার, অফিস সহকারী ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ, এম.এ সাত্তার, সার্ভেয়ার মো. মফিজুর রহমান, পম্পি দেব, মো. আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মো. নূরুল হক, পবিত্র গীতা পাঠ বনানী অধিকারী। অনুষ্ঠানে ১০৩ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি