গোয়াইনঘাট ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া ছাত্তার’র গ্রেফতারে জেলা ও মহানগর ছাত্রদলের প্রতিবাদ ও নিন্দা
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ছাত্তার গ্রেফতারে জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন জেল জুলুম, মামলা হামলা, গুম খুন করে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আগামী ৫ তারিখের পরে আর মতায় থাকতে পারবেনা। জাতীয়তাবাদী ছাত্রদল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন কর্মসূচি দিবেন তা সফল করতে ছাত্রদলের সকল নেতাকর্মী প্রস্তুত আছে। তারা অবিলম্বে ছাত্রনেতা গোলাম কিবরিয়া ছাত্তারের ও সকল রাজবন্দি ছাত্রদল নেতাকর্মীর নিঃশ্বর্ত মুক্তি দাবী করেন। বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান। বিজ্ঞপ্তি