নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ বি-বাড়িয়ার এক মহিলা আটক
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,থেকে ঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টোল প্লাজার নিকটস্থ একটি রাস্তা থেকে ৫ কেজি গাঁজা সহ মিনারা বেগম ওরফে রুমা (৪০) নামের এক মহিলাকে আটক করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ আরিফ উল্লাহ ও আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ রুস্তুমপুর টোল প্লাজা নিকটস্থ একটি পাকা রাস্তা থেকে বি.বাড়িয়ার বিজয়নগর পশ্চিম কেশবপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী মাদক বিক্রেতা মিনারা বেগম ওরফে রুমা কে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তার বিরুদ্বে সংশ্লিষ্ট ধারায় মামলা দেয়া হয়।