সিলেটে বেতারের হীরক জয়ন্তী উদযাপন
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর মীরের ময়দান এলাকায় বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে এ ‘হীরক জয়ন্তী’ উদযাপন করা হয়। শুরুতেই ছিল আলোচনা সভা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট বেতারের শিল্পীরা নানা পরিবেশনায় অংশ নেন। সন্ধ্যা সোয়া ছয়টায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক এসএম জাহিদ হোসেন। সভায় বেতার সিলেট কেন্দ্রের পক্ষ হতে জানানো হয়, ১৯৫৮ খ্রিস্টাব্দে সিলেট নগরীর টিলাগড় এলাকায় বেতারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর সম্প্রচার শুরু হয়। শুরুতে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার করা হলেও ১৯৬৭ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর সিলেট কেন্দ্র থেকে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।