আজমল বখত সাদেক-কে সিলেট মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক হিসেবে দেখতে চাই

 

বিসমিল্লহির রহমানির রাহীম
শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ

সিলেট জেলা ছাত্রদলের তিন-তিন বারের সিনিয়র সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপি’র দুই বারের য্গ্নু-সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক, ৯০’র গনআন্দোলনের কারাবরনকারী ও অন্যতম নেতৃত্বদানকারী, সিলেটের সকল গনতান্ত্রিক আন্দোলণ সংগ্রামের পরিচ্ছন্ন রাজনীতিবিধ ও সিলেটের অত্যন্ত সু-পরিচিত মুখ আজমল বখত সাদেক-কে সিলেট মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক হিসেবে সিলেটের জাতীয়দাবাদী সকল পর্যায়ের নেতাকর্ম সহ সিলেটবাসী দেখতে চায়।
সৌজন্যেঃ জয়নাল আবেদীন
যুগ্ম-আহবায়ক, সিলেট জেলা সায়েন্টিফিক সমিতি। (বিজ্ঞাপন)