রাজনগরে সাবেক ইউপি সদস্য‘র উপর হামলা

মৌলভীবাজার প্রতিনিধিঃ নিকটাত্মীয় এবং প্রবল প্রতিপক্ষের হাতে নির্মমভাবে প্রহৃত তাহির আলী হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরতে সাহসী হচ্ছেননা। প্রতিপক্ষ তাকে ভিটেছাড়া করার হুমকী দিয়েছে। এব্যাপারে পুলিশ অবহিত থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউপির সাবেক মেম্বার তাহির আলীকে গত ১৫ জানুয়ারী রাত ১০টার দিকে স্থানীয় করাইয়া বাজারস্থ তার নিজ দোকান থেকে টেনে হেচরে বের করে বেধড়ক মারপিট করেছে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল। উপর্যুপরি কিল ও লাথির ফলে তাহির আলী মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার গলায় চাঁদর পেঁচিয়ে টানতে শুরু কওে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে তাহির আলীর ভাগ্না এবং আরও দুজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বেধড়ক মারের চোটে অবচেতন তাহির আলীকে ঐ রাতেই মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তাহির আলী জানান- জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার চাচাতো ভাইদের সাথে আদালতে মামলা চলছে। মামলার শুনানীতে হাজির না হয়ে বাদীপক্ষ মামলাটি যাতে একতরফা রায় হয় এ মর্মে তাকে হুমকী-ধামকী দিয়ে আসছিল। ঘটনার আগের দিন রাতেও তার বসতগৃহ ঘেরাও করা হয়েছিল। উল্লেখিত ঘটনার ব্যাপারে তাহির আলীর স্ত্রী রওশন আরা চৌধুরী দক্ষিন করাইয়া গ্রামের আসকন মিয়া, মবশ্বির মিয়া, রোকন মিয়া, কয়ছর মিয়া ও ফয়ছল মিয়াকে আসামী করে রাজনগর থানায় একটি মামলা দায়ের তা এফআইআর করা হচ্ছেনা বলে তিনি জানান।