‘কুপুত্রকে জিহ্বা সামলাতে বলুন’
সুরমা টাইমস ডেস্কঃ তারেক রহমানের জিভ সামলাতে তার মা খালেদা জিয়াকে বলেছেন শেখ হাসিনা। তা না হলে সমুচিৎ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলা ছাড়াও আওয়ামী লীগকে নিয়ে বিতর্কিত বিভিন্ন বক্তব্যের জন্য তারেক রহমানকে ‘অশিক্ষিত জানোয়ার’ বলেও আখ্যায়িতও করেছেন প্রধানমন্ত্রী। ‘লেখাপড়া শেখেনি, জানোয়ারের মতো কথা বলে। জানোয়ারের শিক্ষা কিভাবে দিতে হয়, মানুষ তা জানে। মানুষের কাছ থেকে জানোয়ার যে শিক্ষা পায়, তাই দেওয়া উচিত এবং মানুষ তা দেবেও।’
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, ‘কুপুত্রকে জিভ সামলে কথা বলতে বলবেন। নইলে বাংলার মানুষ সহ্য করবে না, বিশ্ববাসীও মেনে নেবে না।’
যুদ্ধাপরাধীদের বিচারের মতো ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলারও বিচার করা হবে, বলেন শেখ হাসিনা। এই মামলায় খালেদার ছেলে তারেক অন্যতম আসামি। তারেক ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দেন তিনি।