এমসি কলেজের অনার্স ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

sylhet MC Collegeমুকিত তুহিনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজে অনার্স ১ম বর্ষের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ই ডিসেম্বর শুক্রবার অনুষ্টিত হবে। ২ টি অনুষদের ১৫টি বিভাগের মোট ২ হাজার ৮৫ টি আসনের বিপরীতে ১০ হাজার ৮৫ জন ছাত্র ছাত্রী অংশ নিচ্ছেন। প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৫ জন। সকাল ১০ টায় সারা দেশের ন্যায় এমসি কলেজে ও একযোগে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে । জানা গেছে, পরীক্ষা ১শ নম্বরে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্ন পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে। ১শ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজী ও বিষয় ভিক্তিক সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে প্রশ্ন থাকবে।পরীক্ষার মানবন্টন বাংলা ২৫,ইংরেজীতে ২৫ও সাধারণ জ্ঞানে ৫০ সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।এর মধ্যে পাস মার্কস ৩৩। তবে বাংলা ও ইংরেজীতে আলাদা ভাবে ৭ নম্বর না পেলে তাকে ভর্তি ফলাফলে অন্তর্ভূক্ত করা হবে না। এছাড়া ইংরেজীতে ভর্তি হতে হলে উক্ত বিষয়ে কমপক্ষে ৯ নম্বর পেতে হবে । ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মান যথাক্রমে ৪০ও ৬০ ধরা হবে।এদিকে কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে পরীক্ষার আসন বিন্যাস সম্পন্ন করেছে বলে ভর্তি কমিটি আহবায়ক বিমল চন্দ্র দত্ত জানান। আবেদন পত্রের ক্রমিক নম্বর অনুযায়ী কলেজ ক্যাম্পাসের আসন বিন্যাস হচ্ছে সিলেট সরকারি কলেজে বিজ্ঞান ৩০২৬৭৭৭ থেকে ৩০২৭৩৮৯ পর্যন্ত, মানবিক ৫০৫৯৩৮৫ থেকে ৫০৬০৭২২ পর্যন্ত। মডেল স্কুল এন্ড কলেজ সিলেট বিজ্ঞান ৩০২৭৩৯০ থেকে ৩০২৮৫৩৮ পর্যন্ত। সৈয়দ হাতিম আলী উচ্ছ বিদ্যালয় শিবগঞ্জ,সিলেট বিজ্ঞান ৩০২৮৫৩৯ থেকে ৩০২৯২১৮ পর্যন্ত।সরকারি টি.টি কলেজ সিলেট বিজ্ঞান ৩০২৯২১৯ থেকে ৩০২৯৭৬৪ পর্যন্ত। সরকারি অগ্রগামী বালিকা উচ্ছ বিদ্যালয় ও কলেজ সিলেট বিজ্ঞান ৩০২৯৭৬৫ থেকে ৩০৩০৪১৪ পর্যন্ত, মানবিক ৫০৬০৭২৩ থেকে ৫০৬২০১০ পর্যন্ত।হযরত শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ মিরাবাজার,সিলেট বিজ্ঞান ৩০৩০৪১৫ থেকে ৩০৩০৭১৪ পর্যন্ত। মানবিক ৫০৬২০১২ থেকে ৫০৬২৮৮৮ পর্যন্ত। এমসি কলেজ সিলেট বিজ্ঞান ৩০৩০৭১৫ থেকে ৩০৩০৯৪৩ পর্যন্ত, গোয়াইনঘাট কলেজ,ঢাকা দক্ষিন কলেজ এবং কানাইঘাট কলেজের বিজ্ঞান শাখার সকল পরীক্ষার্থী । মানবিক ৫০৬২৮৮৯ থেকে ৫০৬৫৪৯৮ পর্যন্ত। গোয়াইনঘাট কলেজ, ঢাকা দক্ষিন কলেজ এবং কানাইঘাট কলেজ এবং মঈন উদ্দিন কলেজের মানবিক শাখার সকল পরীক্ষার্থী । ব্যবসায় শিক্ষা ৭০৬৩৭৯৮ থেকে ৭০৬৪৮১৮ পর্যন্ত। গোয়াইনঘাট কলেজ, ঢাকা দক্ষিন কলেজ এবং কানাইঘাট কলেজ এবং মঈন উদ্দিন কলেজের ব্যবসায় শিক্ষা শাখার সকল পরীক্ষার্থী ।

তাছাড়া কলেজের ভর্তি কমিটির আহবায় বিমল চন্দ্র দত্ত বলেন, পরীক্ষার্থীদের সকাল ৯ টায় স্ব স্ব প্রবেশ পত্র প্রদর্শন পূর্বক কলেজের নির্ধারিত গেইট দিয়ে প্রবেশ করতে হবে।পরীক্ষার হলে কোন অবস্থ্য় মোবাইল ফোন সাথে রাখা যাবে না ও পরীক্ষার্থীদের গাড়ী কলেজে প্রবেশ করানো যাবে না।এছাড়া অভিভাবকদেরকেও ক্যাম্পাসে প্রবেশ না করার অনুরোধ জানান।