জকিগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিজয় দিবস উদ্যাপন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে ছিল ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। এছাড়া পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস, গাইড ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ প্রদর্শনে ‘ক’ গ্রুপে অংশ নেয় ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জকিগঞ্জ কিন্ডার গার্টেন, আল-ইহসান একাডেমী, গোলকচান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হামিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ কির্ন্ডার গার্টেন, দ্বিতীয় পুরস্কার ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় পুরস্কার আল-ইসহান একাডেমী। ‘খ’ গ্রুপে অংশ নেয় জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়। এতে প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় পুরস্কার জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও তৃতীয় পুরস্কার জকিগঞ্জ গার্লস হাই স্কুল। ডিসপ্লে প্রদর্শনে ‘ক’ গ্রুপে অংশ নেয় ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের বালক ও বালিকা দল, জকিগঞ্জ কির্ন্ডার গার্টেন, আল-ইহসান একাডেমী, গোলকচাঁন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হামিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ কিন্ডারগার্টেন, দ্বিতীয় পুরস্কার আল ইহসান একাডেমী ও তৃতীয় পুরস্কার ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল। ‘খ’ গ্রুপে অংশ নেয় জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়। এতে প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় পুরস্কার জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও তৃত্বীয় পুরস্কার ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়া ‘ক’ গ্রুপে ছেলেদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন তৌহিদ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে ইয়ামিন আহমদ ও মুন্তাজির আহমদ। মেয়েদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ কির্ন্ডার গার্টেনের শিক্ষার্থী বদরুন্নাহার সুমাইয়া, দ্বিতীয় পুরস্কার নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমা আক্তার ও তৃতীয় পুরস্কার গোলকচান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুবেলী আক্তার। ‘খ’ গ্রুপে ছেলেদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কামিল আহমদ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের শিক্ষার্থী যথাক্রমে জহেদ আহমদ ও সুজন আহমদ। ‘গ’ গ্রুপে ছেলেদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী যথাক্রমে রাজন আহমদ ও আব্দুস শহীদ, তৃতীয় পুরস্কার জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন আহমদ। ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মচারী আব্দুস শহীদ, দ্বিতীয় পুরস্কার ইউএনও অফিসের কর্মচারী কামাল আহমদ ও তৃতীয় পুরস্কার জকিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী আবু বকর ছিদ্দিক বাশার। মেয়েদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে তানজিনা আক্তার, কুলসুমা বেগম, মাহবুবা আক্তার। মেয়েদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পায় জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে নিদাউল জান্নাত ও কামরুন্নাহার, তৃতীয় পুরস্কার হাফসা মজুমদার ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফাতেমা বেগম। ছেলেদের মোরগের লড়াই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী শাকিল আহমদ, দ্বিতীয় পুরস্কার নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুল ইসলাম ও তৃতীয় পুরস্কার হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) জ্যোতির্ময় সরকার, জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খাঁন, যুব উন্নয়ন অফিসার নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুহাইমিন চৌধুরী, ইউএনও অফিসের সিএ আব্দুল ফাত্তাহ, উপ-প্রকল্প বাস্তবায়ন অফিসার তোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন অফিসের সিএ এনামুল হক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুলকারনাইন, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিত রায়, খলাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.এ.জি.বাবর, নাছিম আহমদ, আব্দুল আহাদ, সাংবাদিক আল মামুন, আহমদুল হক চৌধুরী বেলাল, এনামুল হক মুন্না, আল হাসিব তাপাদার, শিক্ষক খলিলুর রহমান ও জামাল আহমদ প্রমূখ।