রাগিব আলীর বাগানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগান ব্যবস্থাপককে বরখাস্ত’র  দাবি

Sylhet Human Chain 15-12-2014সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে কথিত দানবীর রাগীব আলীর ইজারাধীন তারাপুর চা বাগানে সংবাদ সংগ্রহ করার সময় যমুনা টেলিভিশন এর সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট। গতকাল বেলা ১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। একর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে সিলেটের সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
ইমজার সদস্য আশরাফুল কবীরের পরিচালনায় এবং ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক ও ইমজার সাবেক সভাপতি আল-আজাদ, দৈনিক উত্তরপূর্ব সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংগ্রাম সিংহ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি কপোরেশনের কাউন্সিলর ও যুগান্তরের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, ফটোজার্নলিষ্ট এসোসিয়েশন এর সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সুটন সিংহ।
এসময় বক্তারা হামলাকারী বাগান ব্যবস্থাপককে বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। মানববন্ধনে অংশ নেন, ছড়াকার বশির আহমদ জুয়েল, প্রবাসী সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল, এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুল, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, এসএ টিভির ব্যুরো প্রধান আব্দুল আলীম শাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন কুমার দাশ, চ্যানেল এস এর চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, স্টাফ রিপোর্টার সজল ছত্রী, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাকির হোসাইন, ছড়াকার ও সংবাদকর্মী সজল ঘোষ, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, চ্যানেল টুয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার গোলজার আহমদ, এনটিভির রিপোর্টার মারুফ আহমদ, প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, এসএ টিভির ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামল, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও ফয়সল আহমদ মুন্না, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন গোপাল বর্ধন, বৈশাখী টিভির ক্যামেরাপার্সন শামীম হোসাইন, চ্যানেল এস এর রিপোর্টার মোয়াজ্জেম সাজু, ক্যামেরাপার্সন আলাউদ্দিন হেলাল, বেলাল আহমদ, সময় টিভির ক্যামেরাপার্সন নওশাদ আহমদ চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন শফি আহমদ, দিপু বৈদ্য, নান্নু আহমদ, চ্যানেল নাইন এর ক্যামেরাপার্সন শাকিল আহমদ সোহাগ, ফটো সাংবাদিক ইমরান আহমদ, যমুনা টেলিভিশনের আইটি কর্মকর্তা সৌরভ পাল সুমিত প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর তারাপুর চা বাগানে শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গেলে বাগান ব্যবস্থাপক আতাউর রহমান এর নেতৃত্বে সন্ত্রাসীরা যমুনা টেলিভিশন এর ষ্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার ও ক্যামেরাম্যান নিরানন্দ পালের উপর হামলা চালায়। পরে বাগানের শ্রমিক ও পুলিশ এসে তাদের উদ্ধার করে।