বিশ্বনাথ থানার ৫ পুলিশ অফিসারসহ ১৩ জনের পুরস্কার লাভ
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের ১৩ পুলিশ অফিসার ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ও গাঁজা পরোয়ানা তামিল কারীদের পুরস্কার দেয়া হয়। জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই মো. টিপু সুলতান। একই থানার আরো ৪ পুলিশ অফিসার পুরস্কার লাভ করেছেন। তারা হলেন এসআই আব্দুস সালাম, এএসআই হুমায়ুন কবির, মাসুদ আলম ভুঁইয়া, কনষ্টেবল আব্দুল কদ্দুছ। এছাড়া সিলেটের কানাইঘাট থানার অফিসার ইন-চার্জ আব্দুল আউয়াল চৌধুরী, একই থানার এসআই আতিকুল আলম খন্দকার, ফেঞ্চুগঞ্জ থানার এসআই আমিরউদ্দিন, একই থানার এসআই শেখ ময়নুল ইসলাম, বিয়ানিবাজার থানার এসআই মিজানুর রহমান, জৈন্তাপুর মডেল থানার এসআই মশিউর রহমান, কোম্পানীগঞ্জ থানার এএসআই শংকর চন্দ্র দেব, সিলেট সদর কোর্ট এর কনষ্টেবল সুমন দেব।
গতকাল শনিবার সিলেট পুলিশ লাইন ড্রিল সেটে আনুষ্ঠানিকভাবে ১৩ পুলিশ অফিসার কে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা পিপিএম। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।