সিলেট জেলা বিএনপির পথে হাঁটছে মহানগর বিএনপি

BNP Logoসুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা বিএনপিকে অনুসরণ করে একই পথে হাঁটছে নবগঠিত মহানগর বিএনপি । সংগঠন সুত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০১৪ এডভোকেট নুরুল হককে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা বিএনপির কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এবং তিন মাসের মধ্যে প্রত্যাক উপজেলা,থানা,পৌর কমিটি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে জেলা বিএনপির কাউন্সিল করার নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। তাই জেলা বিএনপি সে অনুযায়ী কাজ শুরু করে এবং আগামী ২০ ডিসেম্বর সকল উপজেলা,থানা,পৌর কমিটির কমিটি গঠন করার কাজ শেষ হবে বলে জানান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কাহের শামীম। এবং ডিসেম্বরের শেষ দিকে জেলা বিএনপির কাউন্সিল হবে বলে জানান তিনি। এদিকে জেলা বিএনপিকে অনুসরণ করে মহানগর বিএনপি কাজ শুরু করেছে। ৮ ই নভেম্বর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এবং ঘোষনার পর থেকে প্রথমে তারা সকল ওয়ার্ড কমিটি বিলপ্ত করেন। পরে ২৯ নভেম্বর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৬ টি উপকমিটি গঠন করে। এবং ঐদিন কমিটির সভার অপর সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের ঘোষিত ৬ টি সাংগঠনিক থানা কমিটিকে বিলপ্ত করে থানা সমূহের পূণার্ঙ্গ সীমানা নির্ধারণের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি নেতৃবৃন্দরা ইতিপূর্বে সকল কাজ শেষ করে দিয়েছেন বলে জানান আহবায়ক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী।এবং খুব শিঘ্রহী প্রত্যাক ওয়ার্ড ও থানায় আহবায়ক কমিটি হবে বলে জানান তিনি। এদিকে নবগঠিত মহানগর বিএনপির কমিটিকে পকেট কমিটি অখ্যায়িত করে একটি অংশ বিদ্রোহ ঘোষনা করে কমিটির বিরুদ্ধে মাঠে আন্দোলন করে যাচ্ছেন । তবে এই বিদ্রোহীদের উদ্যেশ্য মহানগর বিএনপির একাধিক নেতৃবৃন্দরা বলেন,যারা বিদ্রোহ করছেন তারা কিসের জন্য বিদ্রোহ করছেন আমরা তা বুঝতে পারছি না। তারা মাঠে কমিটির বিরুদ্ধে মিছিল সমাবেশ না করে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যদি কমিটির ভোটার দেরকে কাছে টানেন। তাহলে তাদের অনেক ভালো হবে। কেননা প্রত্যেক ওয়ার্ড ও মহানগর আওতাধীন থানা সমূহ কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে। এবং পরবর্তিতে কাউন্সিল করে তাদের ভোটের মাধ্যমে মহানগর কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা প্রথমে ২৭ টি ওয়ার্ডকে ভাগ করে সার্ক কমিটি গঠন করে দিয়েছি। তাছাড়া মহানগর বিএনপি নেতা রুহুল কুদ্দস চৌধুরী হামজা বলেন,অতিতের আহবায়ক কমিটির ব্যার্থতার দিকে নজর দিয়ে,দলের এই কান্তীকালে বর্তমান আহবায়ক কমিটি গ্রুপিং রাজনীতির উর্ধে উঠে সকলের অংশ গ্রহনের মাধমে একটি সুন্দর কমিটি গঠন করবে বলে তৃনমুল বিএনপির নেতৃবৃন্দরা আশা করছেন। ইতিপূর্বে এই কমিটি গুলোর কাজ শেষ হয়েছে। আমরা খুব শিঘ্রহী প্রত্যাক ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন করে দেব । এদিকে কমিটির বিরুদ্ধে বিদ্রোহী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। এবং তারার যদি কোন কিছু বলার থাকে । তাহলে তারা আমাদের সভায় এসে বলতে পারেন।