ধুমপান বন্ধে জাতীয় পর্যায়ে ফোরাম গঠনের চেষ্টা চলছে
সিলেটে মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার (অব.) এ মালিক
শনিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় ইউনাইটেড ফোরাম এগেনইষ্ট ট্যোবাকো এর চেয়ারম্যান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতায় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এ মালিক বলেছেন, ধুমপান প্রতিরোধের জন্য জাতায় পর্যায়ে ফোরাম গঠনের চেষ্টা চলছে। সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সৎকর্মে সকল ধর্মে উৎসাহিত করা হয়েছে তাই ধুমপানের মত ক্ষতিকর বিষয়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত সকলকে নিজ নিজ অবস্থান হতে ভূমিকা পালন করতে হবে। পাঠ্যবইয়ে ধুমপানের ক্ষতিকর বিষয়ে তুলে ধরে পাঠ্যসূচীর অর্ন্তভূক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য ব্রিগেডিয়ার (অব.) এ মালিক আশাবাদ ব্যক্ত করে বলেন আন্তরিক সমন্বিত চেষ্টা অব্যহত থাকলে প্রত্যাশিত সাফল্য অর্জন হবে। ধুমপান বিষপান এই সতর্ক বার্তা সবাইকে বার বার স্মরন করে দেয়ার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ আব্দুস সবুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম, সিলেট প্রেস কাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসকাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ধন্যবাদ বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ-সভাপতি মো: শামসুল আলম চৌধুরী, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক ডা. মো: আমিনুর রহমান লস্কর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ এর উপস্থাপনায় মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, ডায়াবেটিক সোসাইটির কোষাধ্যক্ষ এম এ মান্নান, সাইট্রাস কৃষি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ডা. শাহ মো: লুৎফুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ আতাউর রহমান পীর, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শহীদ, ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ.এম. আব্দুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাটেড ফোরাম এগেইনষ্ট টোবাক্যো কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. সোহেল রেজা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মো: আব্দুল্লাহ। অনুষ্ঠান সমন্বয় করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক ও সিইও কর্ণেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মঈন উদ্দিন চৌধুরী। অনুষ্টানে উপস্থিত ছিলেন নিলেট সিলেট জেলা বারের সাবেক সভাপতি ই,ইউ, শাহীন, প্রেসকাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইক্ষু, সিলেট প্রেসকাবে সাবেক সহ-সভাপতি, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা এটিএন বাংলার সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, আইনজীবি চৌধুরী আতাউর রহমান আজাদ, আলহামরা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শামসুল আলম, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম ইউকে এর কেন্দ্রিয় সহ-সভাপতি ইসবা উদ্দিন, গ্রেটার সিলেট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস.আই. আজাদ আলী, সাপ্তাহিক নতুন দিন লন্ডনের পরিচালক এম এ মতিন, ও প্রমুখ। বিজ্ঞপ্তি