অবশেষে সমাবেশের অনুমতি
সুরমা টাইমস ডেস্কঃ অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। শুক্রবার দুপুর দুইটায় রাজধানীর পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের মাঝখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান নেয়।
পবিত্র হজ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) মহাসমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ট্রাকের অস্থায়ী মঞ্চে দলটির নেতারা অবস্থান নিয়েছেন। বিকেল চারটার দিকে ওই মঞ্চে উঠবেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মাওলানা রেজাউল করিম।
এদিকে, সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পল্টন মোড় থেকে প্রেসক্লাব, দৈনিক বাংলা, জিরো পয়েন্ট, বিজয় নগর মোড়, কাকরাইল মোড়সহ আশেপাশের এলাকায় প্রায় কয়েক প্লাটুন পুলিশ রয়েছে। রয়েছে সাঁজোয়া যান, জলকামান।