রায়নগর রাজবাড়ী এলাকায় আইনশৃংখা উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্টিত
রায়নগর রাজবাড়ী সমাজ কল্যাণ সমিতি ও বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এলাকার আইনশৃংখলা উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শনিবার বসুন্ধরা কার্যালয়ে অনুষ্টিত হয়। আলহাজ্ব নুর উদ্দিন আহমদ নুর মিয়া সভাপতিত্বে ও সৈয়দ নজরুল বক্ত এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপ-পুলিশ কমিশনার কতোয়ালী মডেল থানা এ.কে.এম সাজ্জাদুল আলম। কতোয়ালী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সোবহানীঘাট ফাড়ির ইনচার্জ এস আই কামাল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু। সভায় প্রধান অতিথি বলেন, পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারনও নিজ নিজ এলাকার আইনশৃংখলার উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন আহমদ বাবুল, খন্দকার বাহার, দেলোয়ার হোসেন রাজা, নজরুল ইসলাম বুলু, এড. আতিকুর রহমান সাবু, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারন সম্পাদক এড. মুমিনুল ইসলাম মুমিন, আব্দুর রহমান জামিল, শওকত আমিন তৌহিদ, সৈয়দ জমসেদ হোসেন, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মঈনুল ইসলাম অপু প্রমূখ।