ছাতকে দক্ষিণ চাকলপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ দিঘলী দক্ষিণ চাকলপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ চাকলপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বিশিষ্ট সমাজসেবক, মোতাওয়াল্লী শাহাব উদ্দিন রিয়াজ।
এসময় ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুদ্দোহা, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু আলী মোহাম্মদ সিকান্দার, শিক্ষাবীদ মাওলানা জালাল উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদরাসার সাবেক আরবী প্রভাষক ও দিঘলী রামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিলুর রহমান, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলী, মাওলানা নুর উদ্দিন, হাফেজ আবুল ফজল, আবদুল আলী, নবী হুসেন, সমছুদ্দোহা, শাহিন আহমদ, মাওলানা মিরাজ উদ্দিন, এমরান আহমদ, হামিদুর রহমান হামিদ, সালামত আলী, বাহা উদ্দিন, হাফেজ ওয়াহিদ আলীসহ গ্রামের গন্যমান্য ব্যত্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুদ্দোহা। উপস্থিত নেতৃবৃন্দ নির্মানাধিন দক্ষিণ চাকলপাড়া জামে মসজিদে সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। সাহায্য পাঠাবার ঠিকানা, মোতাওয়াল্লী শাহাব উদ্দিন রিয়াজ (০১৮১৯-৫৯৯৯৪৬)।