ছাতকে বজ্রপাতে দু’কৃষকের মৃত্যু : কাল বৈশাখী ঝড়ে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ ছাতকে কাল বৈশাখী ঝড় ও প্রচন্ড শিলা বৃষ্টিতে কাঁচা ঘর-বাড়ি, বোর ফসলের ক্ষতি হয়েছে। কাল বৈশাখী ঝড়ে শনিবার রাত ৮টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পরিনত হয়েছে উপজেলার বিভিন্ন অঞ্চল। পন্ড হয়েছে ছাতক বহুমূখী মডেল হাইস্কুলের ৭৫বৎসর উদযাপন উপলক্ষে শেষ দিনের আয়োজিত হীরক জয়ন্ত্রীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। সব মিলিয়ে এখানে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দু’দিনের ব্যবধানে ছাতকে বজ্রপাতে দু’কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে বাড়ির পার্শ্বেবর্তী হাওরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে লাশ হয়ে ফিরলেন ফয়াজুল ইসলাম (৪৫) নামের এক কৃষক। ফয়াজুল উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর (নতুন পাড়া) গ্রামের জুনাব আলীর পুত্র। এদিকে শনিবার ভোর সকালে বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন আবদুছ সালাম (৪০) নামের আরো একজন কৃষক। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেউ গ্রামের আবদুল হান্নানের পুত্র। বজ্রপাতে নিহত এ দু’কৃষকের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।