জকিগঞ্জের বাবুর বাজার বণিক সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের বাবুরবাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুছ সালাম ও সদস্য ছালেহ আহমদ সাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী বাবুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওলিউর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, বাজার বণিক সমিতির অবহেলায় বিদুৎ লাইন বিচ্ছিন্ন করে অজ্ঞাত ব্যক্তিরা বাজারের ১৪ টি ষ্টিক লাইট ৪ টি ময়লা আবর্জনার ড্রাম্প চুরি করে নিয়ে যায়। একটি ড্রাম্প বণিক সমিতির সদস্য ছালেহ ্আহমদ সাবু ব্যক্তিগত কাজে নিজের বাড়িতে ব্যবহার করছেন। বাজারে ষ্ট্রিক লাইট না থাকায় বাজারে চুরি বৃদ্ধির আশংকা রয়েছে। বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে পানি সাপ্লাইর মটর বিকল করে র্দীঘ ৫ মাস থেকে বাজারের পানি সাপ্লাই মিশিন বন্ধ রেখেছেন। তিনি বাজার থেকে চুরি হওয়া ষ্ট্রিক লাইট, ময়লা আবর্জনার ড্রাম্প উর্দ্ধা, পানি সাপ্লাই মিশিন চালু ও বাজারে মদ, গাজা, জুয়া, নগ্ন চলচিত্র প্রদর্শন বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা জকিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমদকে বিষয়টি সমাধানে ব্যবস্থা নিতে বলেছেন।