জকিগঞ্জে স্যানিটেশন মাস উপলে র‌্যালী ও আলোচনা সভা

zakiganj pic 21.10.2014.জকিগঞ্জ প্রতিনিধি: “স্যানিটেশনের অভ্যাস করি-সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস উপলে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ব্রাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আজাদ কাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল মালেক ফারুক, কালেরকন্ঠ প্রতিনিধি প্রভাষক আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার বদিউল আলম, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক মাজহারুল হক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আহমদুল কবীর, নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আছমা বেগম ও ব্র্যাক গ্রাম ওয়াশ কমিটি (বিডব্লিউসি) সুলতানপুর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচী সংগঠক আব্দুল্লাহ আল মামুন, জালাল উদ্দিন ও হাসিনুর রহমান। উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হোসনে জাহান রিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা সহকারী পজীপ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুহাইমিন চৌধুরী, জকিগঞ্জ সংবাদের নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল ও সাংবাদিক আল হাসিব তাপাদার প্রমূখ।
আলোচনা পূর্ব সচেতনতামূলক র‌্যালীতে জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ গার্লস হাই স্কুলের শিক-শিার্থী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।