জকিগঞ্জে আসামী পক্ষের হামলায় সাক্ষী আহত
সুরমা টাইমস ডেস্কঃ জকিগঞ্জে আসামী পক্ষের হামলায় আতিকুর রহমান নামের এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার উপজেলার জিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানাগেছে, জিয়াপুর গ্রামের আব্দুল হক ও আব্দুল জব্বার নামে দুই ভাইয়ে মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মামলা চলছিল। এই মামলায় সাক্ষী ছিলেন আতিকুর রহমান। মামলার সাক্ষী দেয়ায় আসামী পক্ষের আব্দুল হক এবং তার দুই ছেলে মামুন ও সুমনসহ অজ্ঞাত আরো ৫/৬জন মিলে দেশীয় অস্ত্রস্বস্ত্র দিয়ে হামলা চালায় বলে অতিকের অভিযোগ।