বালাগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত
প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর মোট ৩৫৬জন
শাহ মো. হেলাল, বালাগঞ্জ: প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার বালাগঞ্জে শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। উপজেলার ২৩টি পরীক্ষা কেন্দে মোট ৭হাজার ২শ ১৯জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৫৬জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২৮৭জন বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
প্রসঙ্গত, বালাগঞ্জে এবারের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ৭হাজার ২শ ১৯জন পরীক্ষার্থী অংগ্রহন করছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৬হাজার ৪শ ৮৫জন এবং মাদরাসার শিক্ষার্থী ৭শ ৩৪জন। ২৩টি পরীক্ষা কেন্দ্রে উপজেলার মোট ২শ ১০টি সরকারী ও বেসরকারী বিদ্যালয় ও মাদরাসার মধ্যে সরকারী ১শ ৭৩টি এবং বেসরকারী ৩৭টি প্রতিষ্টা রয়েছে। এসব বিদ্যালয় ও মাদরাসার মোট ৭হাজার ২শ ১৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বালক ৩হাজার ২শ ৮জন এবং বালিকা ৪হাজার ১১জন।