অস্ত্রসহ আটক পাঁচ ছাত্রলীগ ক্যাডারের ৭ দিনের রিমান্ড আবেদন
সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় অস্ত্রসহ আটক ৫ ছাত্রলীগ ক্যাডারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য পুলিশ আদালতে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে । শনিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা জালালবাদ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান এ রিমান্ড আবেদন করেন। এদিকে শাবিপ্রবিতে সংঘর্ষ ও খুনের ঘটনার পর থেকে এ পর্যন্ত জালালাবাদ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩০ জনকে আটক করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) শাবিপ্রবি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারান সুমন দাস নামের এক ছাত্রলীগ কর্মী। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও ৮ জন। এরপর জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।