জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত

ছাত্রফোরামের মতবিনিময় সভায় ডা:ইরান

Halim (1)ছাত্রফোরাম আয়োজিত মতবিনিময় সভায় ২০ দলীয় জোটের নেতা, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশব্যাপী শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য, চাদাঁবাজি-টেন্ডারবাজী, ভর্তিবানিজ্য ও চরদখলের ন্যায় হলদখল করে ছাত্রলীগ শিক্ষার পরিবেশ ধংস করেছে। বাকশালী চেতনার মুজিববাদী ছাত্রলীগ আজ হত্যা, খুন, গুম, অপহরনের সাথে যুক্ত হয়ে জঙ্গিবাদী ছাত্রলীগে পরিনত হয়েছে। ছাত্রলীগের অত্যাচার-নিযাতনের কারনে ক্যাম্পাস গুলোতে সাধারন ছাত্র-ছাত্রীরা দিশাহারা পড়েছে। শিক্ষা প্রতিষ্টান আজ লেখাপড়ার পরিবেশ নষ্ঠ হয়ে অস্্র প্রশিক্ষন ও যুদ্ধক্ষেত্রে পরিনত হয়েছে।

তিনি বলেন, দেশের তাবেদার অবৈধ সরকারের খুদ-কুড়ো পুষ্ট বুদ্ধিজীবি-শিক্ষাবীদরা আজ মুখে কুলুপ এটেঁ দিয়েছে। ছাত্রলীগের হত্যার প্রতিযোগীতা ও শিক্ষাধংসের তান্ডবলীলা তাদের স্পর্শ করছে না। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় র‌্যাব-পুলিশ-বিজিবি ও দলীয় সন্ত্রাসী বাহীনি দিয়ে সন্ত্রাসের অভয়রন্যে সৃষ্টি করেছে। হাসিনা ওয়াজেদের নেতৃত্বে দেশে দুর্নীতি, দু:শাসন, লুটপাট, হত্যা-গুম-খুন, অপহরন ও গনহত্যার মহোতসব চলছে। অবিলম্বে ছাত্রলীগের জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে নিষিদ্ধ করা উচিত। নতুবা দেশের শিক্ষাব্যবস্থা ধংসস্তুপে পরিনত হবে। তাই তাবেদার স্বৈরাচার সরকার বিরোধী সংগ্রাম জোরদার করতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রফোরামসহ দেশপ্রেমিক ছাত্রসমাজকে নিয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করা একান্ত প্রয়োজন।

তিনি আজ (শুক্রবার) বিকাল ৪ টায় মেজর জলিল মিলনায়তনে লেবার পার্টি ছাত্রফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
মহানগর ছাত্রফোরাম আহবায়ক সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান। বক্তাব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, যুগ্ম-মহাসচিব মাহমুদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোছাইন মানিক, ছাত্রফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল ইসলাম সুরুজ, যুগ্ম-আহবায়ক মো: জাবের হোসেন, নগর ছাত্রফোরাম নেতা মো: রাসেল সরকার, মো: তানভির, পারভেজ সিকদার, তপন কুমার দাস প্রমুখ।

লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী বলেন, দেশে শিক্ষা ব্যবস্থা আজ ধংসের দ্বারপ্রান্তে। চরদখলের মতো হলদখলের প্রতিযোগীতা চলছে। নীতি-নৈতিকতার মুখ থুবরে পড়েছে। সৎ ও যোগ্যে লোকেরা সমাজে অসহায়ের মতো তাকিয়ে আছে। তাই ছাত্রফোরামকে তৃনমূল পর্যায়ে সংগঠিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাবেদার সরকার পতনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে। হাসিনার পতন ছাড়া হত্যা-গুমের রাজনীতি বন্ধ হবে না।