জৈন্তাপুরে বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল শ্রমিকের
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে বিদ্যুতের খুঁটি পুঁতার সময় বাসের ধাক্কায় খুঁটির নিচে চাপা পড়ে আবদুল মান্নান (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হন।
সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা হরিপুর এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতার কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
নিহত মান্নান পিরোজপুর জেলার চুঙ্গাপাম্পট গ্রামের সিকন্দর আলীর ছেলে। আহতরা হলেন- গাইবান্ধা জেলার কুপতারা গ্রামের মমিন উদ্দিন শেখের ছেলে বাহার আলী (৫০) ও বগুড়ার ঠাকুরগাঁও গ্রামের লাদেন মিয়া (৬০)।
জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন সরকার জানান, হতাহতরা হরিপুর এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় জাফলং থেকে একটি যাত্রীবাহী বাস ওই খুঁটিতে ধাক্কা দিলে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে খবর পেয়ে জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মাসুদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।