কোম্পানীগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচীর উদ্যোগে বিতর্ক প্রতিযোগী অনুষ্ঠিত
গ্রাম-অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার জন্য বিতর্ক প্রতিযোগীতার প্রয়োজন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদ দাতা ঃ দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার পাশাপাশি জ্ঞান চর্চার জন্য গ্রাম-অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে মধ্যে বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করিলে অনেকই বিভিন্ন প্রশ্নের আলোকে দেশের অগ্রগতির বিষয়ক জানতে পারবে। তাই বেশি করি গ্রাম-অঞ্চলের মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠানে জ্ঞান র্চচার জন্য বিতর্ক প্রতিযোগীতা প্রয়োজন। একদিন দেশ থেকে বিদেশে গিয়ে বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে দেশের সুনাম অর্জন করতে পারবে। গতকাল রবিবার দুপুর ২ ঘটিকার সময় কোম্পানীগঞ্জের পাড়–য়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ব্রাক শিক্ষা কর্মসূচীর উদ্যোগে মাধ্যমিক স্কুল শিক্ষকদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দ্বায়ীত্ব পালন করেন এম. সাইফুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রভাষক উজ্জল চৌধুরী, প্রভাষক জাহাঙ্গীর সেলিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ মোঃ আব্দুল আলীম ও ব্রাক ওয়ার্শ কর্মসূচীর সংগঠক মোঃ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাড়–য়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান জসিম, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, ব্রাক ওয়ার্শ প্রতিনিধি কামরুল ইসলাম, প্রিতেষ সরকার, আজমল আলী, দিলোয়ার হোসেন, চাটিবহর জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক দানিছ মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং রানা আপ হয় কলাবাড়ী উচ্চ বিদ্যালয়।