আদর্শ ব্যবস্থাপক হতে চায় বদরুল

pic1বিশ্বনাথ প্রতিনিধি: মো. বদরুল আলম জাবেদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার অংশ নিয়ে সিলেট মদন মোহন কলেজ থেকে ব্যবসায়ী বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলকাছ আলী ও জাহানারা বেগম দম্পতির ছোট ছেলে।
জাবেদের পিতা আলকাছ আলী জানান, মো. বদরুল আলম জাবেদ প্রতিদিন ১০-১২ ঘন্টা পড়ালেখা করেছে। অল্পের জন্য গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় জাবেদ কিছুটা হতাশ হলেও ছেলের ফলাফলে তারা কৃতজ্ঞ। আগামীতে তার ছেলে আরো ভাল ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, জাবেদের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, শিক্ষিকার অবদান রয়েছে। আগামী দিনের সুন্দর ভবিষৎত গড়তে ছেলের জন্য দোয়া কামনা করেন। তার ছেলের ব্যবস্থাপক হতে চায় তিনি জানান।