সুনামগঞ্জের ছাতকে ভাগ্নের হাতে মামা খুন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। গত বোরবার বিকেলে উপজেলার ভাঁতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় বাদে ঝিগলী গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র আব্দুল কাইয়ুম (৪০) এর সাথে তার চাচা আখলুছ মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই জের ধরে রোববার উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আখলুছ মিয়ার মেয়ের ঘরের নাতি উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের ছইল মিয়া পুত্র ফারহান (২০) কাঠের রোল দিয়ে আব্দুল কাইয়ুমের উপর হামলা চালায়। এতে আব্দুল কাইয়ুম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওসি শাহজালাল মুন্সী এ ঘটনার সত্যতা স্বীকার করছেন।