লোভাছড়া চা বাগান থেকে ম্যানেজার সহ ৫ জনকে অপহরের চেষ্টার নিন্দা
কানাই ঘাট লোভাছড়া চা বাগানের শেয়ার হোল্ডার বিরোধকে কেন্দ্র করে গত রবিবার জেনস ফারগুশন নানকা এর নেতৃত্বে বাগানের ম্যানেজার জহিরুল হক, সহকারী ম্যানেজার মোঃ আবু সুফিয়ান, টিলা ক্রার্ক মোঃ সাইফুর রহমান, ডাক্তার বাবু সামসুদ্দিন মার্জিনা বেগম কে অপহরন করার চেষ্টা সহ বাগানের অর্থ লোট, শিশু বাচ্চাদের কে মারপিট , লাঞ্চিত, অপদস্ত করার তিব্র নিন্দা জানান উপজেলার ১ নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের দাবী পরিষদের সভাপতি ও কানাই ঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রব। তিনি প্রতিবাদ লিপিতে আারো উল্লেখ করেন এই ঘটনা নিন্দা ও দু:খ জনক, এটি কেনা বিবেকমান মানুষের কাজ নয়। প্রতিবাদ লিপিতে তিনি অপহরন কারীদের উদ্দেশ্যে বলেন শেয়ার হোল্ডার নিয়ে বিরুদ থাকলে আইন গত প্রতিকার নিন। এরকম জঘন্যতম অপরাধ করে ইউনিয়ন ও এলাকাবাসীর বদনাম সৃষ্টি করবেন না। তিনি অপহরনের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহানের জন্য সংশ্লিষ্ট সকলের নিকট দাবী জানান। বিজ্ঞপ্তি