রাবির শিক্ষক হত্যার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন
সুরমা টাইমস ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার দুপুর ১২টায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আব্দুল বাসেত ও সাধারন সম্পাদক ড. মোল আবু সাঈদ সহ সকল শিক্ষার্থী,
কর্মকর্তা, কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় প্রফেসর ড. শাহী আলম বলেন- “শিক্ষকরা সমাজের বিবেক। বিবেককে হত্যা করলে সমাজ ধ্বংস হয়ে যায়।” তিনি সরকারের কাছে এই বিবেকবান দের রক্ষার স্বার্থে ড. মো শফিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত
করে ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও প্রতিবাদ সভায় আরো বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবদুল বাসেত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, সাদা দলের সভাপতি প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, কর্মকর্তা একেএম ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব সবশেষে রাবি শিক্ষক ড. শফিউলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া সম্পন্ন হয়।