কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দেশ এনার্জির ডি.সি.টি টেষ্ট-২০১৪ সম্পন্ন

P1030047 copyগতকাল সিলেট কুমার গাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেশ এনার্জির ডি.সি.টি টেষ্ট ২০১৪ সফল ভাবে সম্পন্ন হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিদুৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা আইপি সেলের কর্মকর্তা, সিলেট গ্রীড কর্মকর্তা সহ দেশ এনার্জির সিইও ক্যাপটেন ইমদাদুল হক (অব.), জি এম অপারেশন ইলিয়াস হোসেন, জি এম প্রশাসন মেজর জাবেদ হাসান (অব), কুমারগাঁও দেশ এনার্জি প্লান্ট মানেজার ইমদাদুল হক, সিদ্ধিরগঞ্জ ১০০ মেগাঃ প্লান্টের এসিসট্যান্ট ম্যানেজার জহিরুল ইসলাম (অপারেশন), শিফট ইনচার্জ রফিকুল আলম চৌধুরী বাবু, আফরুজ সিদ্দিকি পারভেজ, খায়রুল হাসান, শামীম আহমদ, দেলোয়ার হোসেন. রফিকুল ইসলাম, স্বপন কুমার নাথ, শাহ রেজওয়ানউজ্জামান কিরন, নিকানর মর্ম বিনু হাজদাহ, নবীর হোসেন, জয়নাল আবেদিন, রিশন দেবনাথ, বাংলাকেট প্রকৌশলী খায়রুল হোসেন, সিধার্থ কুমার, হোসনে মুবারক, বাংলাকেট সিলেট জোন ইনচার্জ ইকবাল হোসেন, আতিকুর রহমান, রুহুল কুদ্দুস, আবু সাঈদ। এ সময় কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তারা দেশ এনার্জি ডি সি টি (টেষ্ট রেজাল্ট-১০.৮৭) সম্পন্ন হয়। উল্লেখ্য, ব্লাক আউটের দিন সরকারী বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে দেশ এনার্জি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়ে ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ সকলেই দেশ এনার্জির সাফল্য কামনা করে বলেন, সরকার চাইলে পরিক্ষিত প্লান্ট দেশ এনার্জিকে সমৃদ্ধ সময়ের মাত্র। বিজ্ঞপ্তি