ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স,র ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যা
আবু তাহির ফ্রান্স: ঢাকা বিভাগ এসোসিয়েশনের উদ্যেগে এক জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের মাক্সদর্মি হলে এ অনুষ্টান হয়।
সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ দুতাবাসের কন্সুলার জেনারেল হযরত আলি খান,বিশেষ অতি্থির বক্তব্য দেন অল ইউরোপিয়ান এসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজি এনায়েত উল্লাহ,ফ্রান্সের বিশিষ্ট রাজনীতিবিদ আহসান উল্লাহ বুলু।
অনুষ্টানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন-মিজান চৌধুরী মিন্টু,হায়দার হোসেন,এম এ তাহের,শরিফ আল মমিন,টি এম রেজা,হেনু মিয়া,রানা চৌধুরী,সাহেদ আলী,কবির পাটোয়ারী,মমতাজ আলো,মোতালেব খান,কাজি আমিনুর রহমান মাহবুবুর রহমান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্টানে প্যারিসের স্থানিয় জনপ্রিয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন-শিউলি গিয়াস,খান বাবু রুমেল,নিশিতা বড়ূয়া,তাহসিন,জয়া,ফ্লোরা,উত্তম,সাগর প্রমুখ।, সাংস্কতীক অনুষ্টান পরিচালনা করেন তৌফিকা সাহেদ,রিপণ দেবনাথ,জাহেদ।
অনুষ্টানের শুরুতে ঢাকা বিভাগের শাহজাহান মিয়া সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান কে দা্যি্ত্ব দেন ও পরবর্তিতে পুর্নাংগ কমিটির নাম জানানো হবে বলে ঘোষনা দেন।