মানুষের খাদিম হয়ে কাজ করতে চাই : জকিগঞ্জে বিদুৎ সংযোগ উদ্ভোধনকালে এমপি সেলিম

zakigonj(sylhet)pic 07.11.jpg.1জকিগঞ্জ প্রতিনিধিঃ উপজেলার জকিগঞ্জ ইউপির মানিকপুর, শরিষা, শস্যেকুড়ি, ছবড়িয়া গ্রামের বিদুৎ সংযোগ উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৫ জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, আমি জকিগঞ্জ কানাইঘাটের এমপি হয়ে জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার নদী ভাঙ্গন, বিদুৎ সংযোগ, শিক্ষা, চিকিৎসার উন্নয়নে দাবী জানিয়ে আসছি। তৃণমূল মানুষের উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয় থেকে বরাদ্ধ পেতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কুশিয়ারা-সুরমার(জকিগঞ্জ অংশ) নদী ভাঙ্গন রোধে ২৫ কোটি টাকার বরাদ্ধ দেয়া হয়েছে। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের খাদিম হয়ে দেশের মানচিত্র রক্ষা করতে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শুক্রবার জকিগঞ্জের মানিকপুর, শরিষা, শস্যেকুড়ি, ছবড়িয়া গ্রামের বিদুৎ সংযোগ উদ্ভোধন উপলক্ষে শষ্যেকুড়ি গ্রামের সমাজসেবী আব্দুল আজিজের বাড়ীতে উদ্ভোধন অনুষ্টানে তিনি এসব কথা বলেন। সমাজসেবী আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাওলানা আফতাব আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক, সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ হান্নান, জকিগঞ্জ পল্লিবিদুৎতের ডিজিএম সুজিৎ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব লুকমান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক এমএজি বাবর, জেলা জাপার অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ চৌধুরী, জেলা জাপা নেতা এডভোকেট আব্দুর রহিম, ঠিকাদার নজমুল হুদা তাফাদার, উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক শাহ আলম, উপজেলা ছাত্র সমাজ আহবায়ক রুহুল আমিন, পৌর ছাত্র সমাজ আহবাক শাহারিয়ার রহমান অমিত প্রমূখ। বিদুৎ সংযোগ অনুষ্টানের আগে এমপি সেলিম উদ্দিন শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের ফলক উন্মচন করেন।