বিশ্বনাথে দেড় কোটি টাকার জামে মসজিদ

আশুরা উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Bishwanath Mosqueবিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বাওনপুর ইলিমপুর জামে মসজিদ-এর নির্মাণ কাজ শেষ হয় বছরখানেক পূর্বে। আধুনিক ডিজাইন ও কারুকাজ সম্বলিত এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। এই মসজিদ নির্মাণের অন্যতম প্রথম প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আত্তর আলী। মসজিদ নির্মাণে যাঁদের সাহায্য সহযোগিতা রয়েছে তাঁরা হলেন লন্ডন প্রবাসি ইদ্রিস আলী, হাজী টুনু মিয়া, হাজী মোবারক আলী, আব্দুস সত্তার, রফিক আলী, কয়েছ মিয়া, হাজী ছৈদ উল্লাহ, ছালেহ মিয়া, হাজী চান মিয়া, আব্দুল খালিক ময়না, হাজী ইসহাক আলী, আনোয়ার মিয়া, দিলাল মিয়া, কবির মিয়া, আনোয়ার আলী, হাজী আজাদ আলী, হুছুন আলী, আরশ আলী, আব্দুল খালিক ও ময়না মিয়া, প্রমূখ। গত ১০ই মহররম পবিত্র আশুরা উপলক্ষে গ্রামবাসি পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়না মিয়া মিয়ার সভাপতিত্বে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মজিদ কবিরাজ, আব্দুস সোফান, নাজিম মনুফর আলী, লিয়াকত শাহ্, আবারক আলী, মোতাহের আলী, মখলিছ মিয়া ও হাজী সোহেল মিয়া প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ইমান উদ্দিন।