বালাগন্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স’র এম্বুলেন্স প্রসঙে
কুশিয়ারা নদীর পশচিম তীরে অবস্তিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা হাসপাতাল। তুলনামূলক পার্শ্ববর্তী হওয়ায় বালাগঞ্জের মানুষের পাশাপাশি রাজনগর উপজেলার বিশাল জনগোষ্টি সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সাস্থ্য সেবা পেয়ে থাকে। ইমার্জেন্সি রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের জন্য রয়েছে সরকারি ভাবে এম্বুলেন্স সার্ভিস। কিন্তু বেশ কদিন যাবত অভিযোগ ও লক্ষ করা যাচ্ছে, রোগীদের সরকারি এম্বুলেন্স দ্বারা সিলেট যাতায়াতের জন্য সরকারি ভাবে নির্ধারিত ফি’র দিগুন ফি ভোক্তভোগীরা বহন করতে হচ্ছে। এতে অনেক হত দিরদ্র ও দিন মুজুর মানুষের পক্ষে এম্বুলেন্স নিয়ে সিলেট যাওয়া অসাধ্যকর হয়ে পড়েছে? সরকারি বরাদ্ধ আসছেনা এ দোহাই দিয়ে প্রতি রোগীর কাছ থেকে নেওয়া হচ্ছে ১৫০০ তেকে ১৬০০ টাকা। এবং টাকা আদায়কৃত রসীদ দেওয়ার কথা থাকলেও তা রোগীরা চাইলেও দেওয়া হচ্ছে না এই ১৫০০ টাকা ফি বাবদ কোন রসীদ।
এতে কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষন করছি আপনারা বিষয় টি ক্ষতিয়ে দেখে দরিদ্র মানুষদের সেবার মান নিশ্চিত করুন? (পাঠকের মতামত)