প্রতিকূলতা জেনেই ভোটে, সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না

129419_1ডেস্ক রিপোর্টঃ গণতন্ত্র রক্ষায় আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নেমে নীলফামারীর সৈয়দপুরে এ আহ্বান জানান।
গণতন্ত্র রক্ষায় পৌর নির্বাচন বিএনপির চ্যালেঞ্জ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সমস্ত প্রতিকূলতা জেনেও আমরা লড়ছি। সুতরাং যতই চাপ আসুক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।’
তিনি অভিযোগ করেন, ‘সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। বিরোধী দলের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। এমনকি দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থকরা সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে পারছেন না।’
এ সময় পৌর নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এর আগে সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র ও দলীয় প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজেকে সঙ্গে নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মির্জা ফখরুল ইউএস বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজ বিকেলেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জেলার জলঢাকা পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিবেন বলে জানা গেছে।