সরকার ইচ্ছা করলে বিএনপি নেতাদের কারাগারে রাখতে পারে

42921সুরমা টাইমস ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যদি মনে করে বিরোধী দলের নেতা-কর্মীকে কারাগারে রাখবে, তাদের জামিন দেবে না, তাহলে ঢালাওভাবে আদেশ দিলেই পারে। বিরোধী দলের যেসব নেতা-কর্মী বাইরে আছে, তারাও কারাগারে গিয়ে হাজির হবে। কিন্তু যেভাবে অবিচার ও জুলুম-নির্যাতন চালানো হচ্ছে, তা চলতে পারে না।মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।বিচার বিভাগকে ব্যবহার করে সরকার অবিচার করছে উল্লেখ করে তিনি বলেন, আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার দেখানো হচ্ছে। এটা আইনের শাসনের পরিপন্থি।খন্দকার মাহবুব বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে একটি মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়। এ মামলায় তাকে জামিন নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। আদালতে জামিন নেওয়ার পর তিনি মুক্তি পাবেন বলে আশা করছিলেন। তিনি আশা করেছিলেন, মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসা নেবেন। কিন্তু মুক্তি পাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এটি আইনের শাসনের পরিপন্থি।দেশে আইনের শাসন কতটুকু আছে, তা ভাবার সময় এসেছে বলেও মন্তব্য করেন এ আইনজীবী নেতা।