জুড়ীতে জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর হাজী আব্দুর রহিম জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের স্থান সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও ব্যবসায়ী মাহবুব আলম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, জুড়ী বড় মসজিদ ইমাম ও খতিব মাওঃ আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এ.বি.এম নূরুল হক (নয়াদিগন্ত), এম এম সামছুল ইসলাম (দৈনিক সংগ্রাম), মধ্য নয়াগ্রাম জামে মসজিদ ইমাম ও খতিব মাওঃ আব্দুল মান্নান, মধ্য বাছিরপুর জামে মসজিদ ইমাম ও খতিব মাওঃ আব্দুল হক, হাফিজ আতিকুর রহমান, জুবায়ের আহমদ ও নজরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন মুরুব্বী হাজী ফরমান আলী, সমাজ সেবক হানিফ মিয়া মোল্লা, মোহর আলী, প্রতিষ্ঠাতার ভাই আব্দুল হেকিম, আব্দুল খালিক, আব্দুল আজিম। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দসহ ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানের দুই অতিথি জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন সাধারণ সম্পাদক, জুড়ী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু মোবাইলে সম্মতি প্রকাশ করে প্রতিষ্ঠানের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।