জকিগঞ্জ কেছরী বিল উপ-প্রকল্পের ৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
জকিগঞ্জ প্রতিনিধিঃ পানি সম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও মৎস উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ মানুষের অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় বৃহত্তর ময়মনসিং, ফরিদপুর ও সিলেট অঞ্চলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) কতৃক বাস্তবায়নাধীন কেছরী বিল উপ-প্রকল্পের প্রায় ৭ কোটি টাকার ত্রিপক্ষিয় চুক্তি বাস্তবায়ন স্বাক্ষর গতকাল শনিবার জকিগঞ্জ পৌর শহরের কেছরী বিল উপ প্রকল্পের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। চুক্তি স্বাক্ষর উপলক্ষে সকাল ১১ ঘটিকায় প্রকল্পের অস্থায়ী কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্টানের আয়োজন করে। অনুষ্টানে কেছরী বিল পা.ব.স.স.লিমিটেডের সভাপতি মোছলেহ উদ্দিন সুহেলের সভাপতিত্বে ও কমিউনিটি এসিসটেন্ট বাবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্পের সিপিও হাবিবুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোস্তাক আহমদ, আছদ্দর আলী, মখদ্দছ আলী মন্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কেছরী বিল পা.ব.স.স লিঃ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক শাহিন আহমদ, সদস্য নুরুল ইসলাম, মাসুক আহমদ, গীতা রাণী, সাবিত্রা রাণী, সিপান্ত রায়, ইউপি সদস্য শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক নাসিম আহমদ পুতুল, খলিলুর রহমান, মিনহাজুর রহমান, নজরুল ইসলাম প্রমূখ।
প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কেছরী বিল উপ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ১২৫০ একর জমি অধিকতর চাষাবাদের আওতায় আসবে। ফলে অতিরিক্ত ১০ হাজার মেট্রিক টন ধান বেশী উৎপাদন সম্ভব হবে।