সুনামগঞ্জে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিহত

সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট টহল শেষে বিজিবির ক্যাম্পে ফেরার পানিতে পথে ১ বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ বিজিবি সদস্য।
শুক্রবার রাত ৮টায় ছোট নৌকাযোগে পাটলাই নদী পারাপারের সময় নৌকা ডুবে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিধার্শন (৩৫)। নিহতের বাড়ি চট্টগ্রাম জেলায় ।
আহতরা হলেন ক্যাম্প কমান্ডার মো. শাহজাহান, সিপাই আলাউদ্দিন ও আরিফ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিজিবির সদস্যরা নদীতে এসে নিহত ও আহত বিজিবি জোয়ানদের উদ্ধার করে। বালিয়াঘাট ক্যাম্প কমান্ডার আহত মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।