সন্ধানী’র উদ্যোগে ছাতকে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান
ছাতক প্রতিনিধিঃ ছাতকে সহস্রাধিক রোগীকে ওষুধসহ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী কালারুকা বাজারে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। জানাযায়, কালারুকা বাজারস্থ লতিফিয়া ইসলামী যুব ও সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ও সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় সহস্রাধিক রোগীকে ওষুধসহ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। সকালে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন, সন্ধানী সিলেটের সভাপতি শাহেদ হোসেন ও পরিষদের সভাপতি আব্দুল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন, ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, লন্ডন প্রবাসী ছায়াদ মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ জিএম আজম, পরিষদের উপদেষ্টা কাজি মাওলানা আব্দুস শাকুর, ডাঃ লিয়াকত আলী, রইছ উদ্দিন রানা, সেক্রেটারী হোসাইন মোহাম্মদ আলাল, সহ-সভাপতি আবুল ফজল মোহাম্মদ ইয়াহিয়া, পরিষদের সদস্য লিটন আহমদ, আলী হোসেন, তোফায়েল আহমদ মিনার, কামরান আহমদ, হাফেজ হেলাল আহমদ, হাফেজ আঙ্গুর মিয়া, নুর আলম, শাহাব উদ্দিন, মুজিবুর রহমান, হেলাল আহমদ, মুহিবুর রহমান, ছায়েদ মিয়া, হাসান আহমদ, শরীফ হোসেন, ফিরোজ মিয়া, সুহেল মিয়া, রাকিব আলী, সুমন মিয়া প্রমুখ। চিকিৎসা কার্যক্রমে সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডাঃ জাবেদ আহমদ, ডাঃ প্রত্যয়, ডাঃ মাশুদ, ডাঃ লোপা, ডাঃ এ্যানি, ডাঃ শ্রাবনী, সভাপতি ডাঃ শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ নাতানিয়া তাবনী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আরাফাত ইসলাম শুভ ও অন্যান্য কর্মীরা অংশ গ্রহন করেন।