নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায় ও ব্র্যাক কর্মসূচী সংগঠক জীবা আক্তার। সভায় বহু ও বাল্য বিবাহ এবং নারী-শিশু নির্যাতনের নানা বিষয়সহ এসব প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য স্কুল কলেজসহ ইউনিয়ন পর্যায়ে সভা করার আলোচনা করা হয়। এ ছাড়া প্রেসক্লাব সভাপতি রেজিস্ট্রারী কাবিন ছাড়া বাল্য বিবাহ সম্পন্ন হয়ে গেলে প্রচলিত আইনে বর-কনে অথবা উভয় পরিবারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায়না মর্মে একটি বাস্তব ঘটনার উদাহরণ তুলে ধরে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য সভার মাধ্যমে সরকারের কাছে দাবি জানান। উল্লেখ্য হরতালের কারণে সভাপতি কিছু সময়ের জন্য শহরের অন্যত্র অবস্থান করার কারণে তার অনুমতি নিয়ে কমিটির সদস্য সচিব সভাটি পরিচালনা করেন।