ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে কয়েস লোদীর পক্ষে আপিলের রায়

Koyes Ludiসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর রিটের বিরুদ্ধে করা আপিল খারিজ হয়েছে। বুধবার বেলা ১ টার দিকে সুপ্রীম কোর্টের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী আপিল খারিজ করে ‘নো অডার’ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আপিল বহাল রেখেছেন। ফের কয়েস লোদীই সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন বহাল রইল।
গত রোববার সিটি করপোরেশনের প্রথম প্যানেল মেয়র কয়েস লোদীর উচ্চ আদালতে করা রিটের আদেশে বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করেন ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদ।
বুধবার দুপুরে আপিলের শোনানী অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদের পক্ষে শোনানীতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমদ, এম আমিন উদ্দিন, মাহবুব শফিক হেলাল উদ্দিন মুল¬া এবং সিসিকের প্যানেল অ্যাডভোকেট কামরুজ্জামান রতন। এসময় রেজাউল হাসান কয়েস লোদীর পক্ষে শোনানীতে অংশ নেন ব্যারিস্টার রুকন উদ্দিন ম্হামুদ, অ্যাডভোকেট মুশতাক আহমেদ, অ্যাডভোকেট শাহ ইজাজ রহমান।
শুনানী শেষে আপিল আবেদন ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়। আদালতের বরাত দিয়ে প্যানেল রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘রিট আবেদনে ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদি করা হয়নি। অথচ ভারপ্রাপ্ত মেয়র সালেহ আহমদ স্বপ্রনোদিত হয়ে দরখাস্ত করেছেন। যে কারণে দরখাস্তটি ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন আদালতের বিচারক।’
উলে¬খ্য, গত ১৪ অক্টোবর সিটি করপোরেশনের প্রথম প্যানেল রেজাউল হাসান কয়েস লোদী হাইকোর্টে করা রিট আবেদনে (নং- ৯৪৮৭/১৪) নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিনজনকে বিবাদী করেন। অন্যরা হলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এর পেক্ষিতে পরদিন বুধবার এই রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের নির্দেশে কয়েস লোদীকেই করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।