জকিগঞ্জে আলালের মুক্তির দাবীতে যুবদলের বিক্ষোভ
জকিগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদল সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবি ও যুবদলের ৩৬ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ পৌর শহরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্দ্যেগে র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। পৌর শহরের এমএ হক চত্তরে উপজেলা যুবদল সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবদল সভাপতি রিপন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল সিনিয়র সহ সভাপতি ও ইউপি বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা যুবদল সাধারন সম্পাদক মাসুক আহমদ, ইউপি বিএনপির সাধারন সম্পাদক কাওছার আহমদ, উপজেলা সেচ্ছা সেবকদল যুগ্ম আহবায়ক রিয়াজ আহমদ, আব্দুল বাসিত, উপজেলা যুবদলের অর্থ সম্পাদক জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক সাহেদুজ্জামান, যোগাযোগ সম্পাদক আব্দুল বাসিত, যুবদল নেতা আলী আহমদ, শাহিন, জুবের, কাওছার রশিদ, জুবের আহমদ, মাসুক আহমদ, পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, জুমেল আহমদ, সুয়েব আহমদ, ফয়সল আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল কে বেআইনি ভাবে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করছে অবৈধ সরকার। তারা বলেন অভিলম্বে যুবদল সভাপতিকে মুক্তি দিতে হবে। অন্যথায় যুবদল নেতাকর্মীরা জালিম দূর্বার আন্দোলন গড়ে তুলবে।