৩ দিনের রিমান্ডে আলালসহ ৬ জন
সুরমা টাইমস ডেস্কঃ হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া রোববার আলালসহ সাতজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ছয়জনকে তিন দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
রিমান্ডে পাঠানো বাকি পাঁচজন হলেন- যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় সমিটির সদস্য সাইদুর রহমান এবং ওয়ার্ড নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার। এদিকে, মোহাম্মদ জাহাঙ্গীর নামে আরেকজন অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন বিচারক। আলালের সঙ্গে গ্রেপ্তার আরো ৫৭ জনকে এদিন কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, শনিবার সকালে আলালের লালমাটিয়ার বাসা থেকে এই ৬৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়।