মার্কস অলরাউন্ড প্রতিযোগীতা : টপ ফোর-এ সিলেটের নাবিল
সুরমা টাইমস বিনদনঃ এ সময়ের সাড়া জাগানো শিশুতোষ অনুষ্ঠান মার্কস অলরাউন্ড ২০১৪ইং প্রতিযোগীতা চলছে যা প্রচারিত হচ্ছে এন টিভিতে। প্রতিযোগীতায় মুক্তাক্ষরের শিক্ষার্থী সাদমান সাকিব নাবিল প্রাথমিক বিভাগে অংশগ্রহন করে সাফল্যের সাথে উত্তীর্ণ হচ্ছে। সর্বশেষ প্রতিযেগীতার বিষয় ছিল রুপালী পর্দার সোনালী দিন। এতে নাবিল অভিনয় উপস্থাপন করে প্রয়াত নায়ক জসিমের অভিনয়। আবৃত্তি পরিবেশন করে ’’রুপ কাহিনীর দরজা’’ গল্প বলায় নান্দনিকতা আনে দুই অন্ধ ও কালা কাহিনী। গত ২৪শে অক্টোবর রাত ০৯:২০মিনিটে এন টিভিতে প্রচার হয় প্রতিযোগীতাটি। প্রতিযোগীতায় বাদ পড়ে যায় খূলনার অহনা কর্মকার। আর নাবিল টপ ফোর-এ অবস্থান করে নেয় নিজেকে। প্রতিযোগীতার বিচারকে দায়িত্বে ছিলেন শমী কায়সা, পার্থ বড়–য়া ও রুমানা রশীদ ঈশিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর। সিলেট মুক্তাক্ষরের সাদমান সাকিব নাবিল আরো ভালো পারফরম্যান্স করে যাওয়ার জন্য মুক্তাক্ষরের পরিচাল বিমল কর ও মুক্ত্ক্ষারের সভাপতি নুরুল আমীন সিলেট বাসির সবার নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।