সিলেট ছাত্রদলের ফরম বিতরণে সাড়া দেয়নি সাধারণ কর্মীরা

সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির ফরম বিতরণের বাওতাবাজিতে সারা দেয়নি সাধারণ কর্মীরা। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সিলেটের ছাত্রদলের নতুন কমিটির নেতারা এক বৈঠকে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ফরম বিতরণ শুরু করার সিদ্ধান্ত নেন। আর এই ফরম বিতরণের জন্য জেলা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদককে আলাদা আলাদা করে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। যারা জেলার পূনার্ঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হতে চান তারা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার কাছ থেকে ফরম নিতে পারবেন। অন্যদিকে যারা মহানগর পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে চান তারা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের কাছ থেকে ফরম নিতে পারবেন বলে জানা যায় । কিন্তু ফরম বিতরণের প্রথম দিনেই সাধারণ কর্মীদের কাছ থেকে কোন সারা না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন বলে নতুন কমিটির এক নেতা জানান । তবে আগামীতে হবে বলে আশাবাদি নতুন কমিটির ঐ নেতা। এদিকে ফরম পূরণের নামে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে । নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, পদ বুঝে টাকার রেইট রয়েছে। আপনি কোন পদের প্রার্থী হতে চান তা আগে বলতে হবে। তাছাড়া সর্বনিম্ন সদস্য পদের জন্য রয়েছে ৩০ হাজার টাকা। তবে এদিকে পদ বাণিজ্যের কথা অস্বীকার করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান বলেন, আমরা আজ থেকে ফরম বিতরণ শুরু করেছি। মোটামুটি সাড়া পেয়েছি। তবে কতটি ফরম বিতরণ করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আমি গনিনি, আমাদের কর্মীরা ফরম বিতরণ করেছে। এবং আমাদের অস্থায়ী কার্যালয় তেলিহাওড় গরু হাটা থেকে অনেকে নিয়েছেন। এদিকে আফরাজ আহমদ নামের এক ছাত্রদল কর্মী বলেন, এটি ছাত্রদলের নতুন কমিটির বাওতাবাজি। তারা টাকা রুজি করার একটি ফাঁদ তৈরি করেছেন । তাছাড়া তাদের কাছে সাধারণ কর্মীদেরকে টানার জন্য এটা একটি নতুন কৌশল ।