স্বাভাবিক মৃত্যুর দাবী নিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত
মধু চৌবে,শ্রীমঙ্গলথেকেঃ স্বাভাবিক মৃত্যুর দাবী নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই দিবস।গতকাল রাত সাড়ে ৮টায় জেলার শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনয়তনে আয়োজিত এ অনুষ্টানে সাংবাদিক, পুলিশ প্রশাসন, সমাজসেবী, পরিবহন শ্রমিক নেতা, মালিক সমিতিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্য মো. আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষি গবেষক শাহ আব্দুল আজিজ জেলা বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক ও শ্রীমঙ্গল সমশের নগর বাস মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত ও শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়া, সম্পাদক মিছির আলী, ট্রাক টেংলড়ি শ্রমিক ইউনিয়নের নেতা দুলু মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। এ ছাড়াও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তীর পরিচালনায় বক্তব্যদেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী, শামীম আক্তার হোসেন, মামুন আহমদ, ব্যবসায়ী সমিতির সদস্য সাইফুর রহমান, সাংবাদিক অনুজ কান্তি দাশ, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবির ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আলম প্রমূখ। সভায় বক্তারা পর্যটন শহর শ্রীমঙ্গলের যানজট ও দুর্ঘটনা রোধে সচেতন মহল থেকে একটি স্বেচ্ছায় সেবী সংগঠন প্রতিষ্টা করে এই সংগঠনের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষনের সিন্ধান্ত গৃহিত হয়। বিশেষ করে সিএনজি আটো রিক্সার সামনে ড্রাইভারসহ ৪জন বসা রোধ করা, তাদের স্পীড কমানো, ড্রাইভারের দক্ষতা অর্জনে সহায়তা ও শ্রমিকদের নিয়ে সচেতনতা মূলক মাসিক সেমিনার করা। এ ছাড়াও শ্রীমঙ্গলে একটি ট্রমা হসপিটার করার জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সাথে বক্তারা এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের মূলকর্ণধর চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনকে ধন্যবাদ জানান দেশের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত অতিব গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে তিনি দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন এবং তার সফলতাও এসেছে অনেক। ইতিমধ্যে দেশের অনেক রাস্তাঘাট বৃদ্ধি পেয়েছে এবং প্রশস্ত হয়েছে। অনেক যানবাহন চালকও সচেতন হয়েছেন। এর আগে সড়ক দুর্ঘটনায় (সিএনজি অটো রিকসা) মারাত্মক আহত শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পাতাকুড়ির দেশ এর প্রতিনিধি মুজিবুর রহমান রেণুর আশু রোগ মুক্তি কামনায় প্রত্যেকের ধর্ম অনুযায়ী ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করা হয়।