অভিনেত্রী তুষ্টি ও নাদিয়া এখন শ্রীমঙ্গলে
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ শামীমা তুষ্টি ও নাদিয়া একে অপরের ভালো বন্ধু। এখন একসঙ্গে একটি নতুন ধারাবাহিকে কাজ করছেন তারা। নাম উত্তর পুরুষ। লিখেছেন নাজনীন হাসান চুমকী, পরিচালনা করছেন জামালউদ্দিন জামিল। চা বাগানকে ঘিরেই এগোবে গল্পটি। এখানে চা বাগানের ব্যবস্থাপকের মেয়ের ভূমিকায় দেখা যাবে তুষ্টিকে। এতে আরও অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, সাঈদ বাবু, সমাপ্তি মাশুকসহ অনেকে।শ্রীমঙ্গলে এর দৃশ্যধারণ কাজ চলছে। সেখান থেকে মুঠোফোনে তুষ্টি বলেন, নাদিয়ার সঙ্গে এর আগেও কাজ করেছি। নাদিয়া আমার ভালো বন্ধু।
তার সঙ্গে আবার কাজ করে ভালো লাগছে। ২৫ অক্টোবর শ্রীমঙ্গল থেকে ঢাকার ফেরার কথা রয়েছে তাদের। উত্তর পুরুষ কোন চ্যানেলে প্রচার হবে তা চূড়ান্ত হয়নি।